অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইতালিয়ান দুই মানবদরদী ভিনসেনজো ফালকোনে ও লাওরা মিলানো তৈরি করেন ‘ঋশিল্পী’। তারা বিশ্বাস করতেন মানুষের জীবন বদলাতে পারে একমাত্র শিক্ষা। সময়ের প্রয়োজন তাই তারা ১৯৯৪ সালে গড়ে তোলেন ‘ঋশিল্পী আনন্দনীড় কিন্ডারগাটেন’। সময়ের বিবর্তনে স প্রতিষ্ঠানটি প্রাথমিক বিদ্যালয় হয়ে শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদন ও যশোর শিক্ষা বোর্ডের স্বীকৃতি পেয়ে বর্তমানে আজ ‘‘ঋশিল্পী সেন্টার স্কুল’’ নামে মাধ্যমিক স্তরে পর্দাপন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিদ্যালয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের পাশের হার শতভাগ।
স্কুলের সম্মানিত দক্ষ শিক্ষকের আপ্রাণ প্রচেষ্ঠা, কর্তৃপক্ষের নজরদারি ও সর্বোপরি জনাব, ভিনসেনজো ফালকোনে ও জনাবা, লাওরা মিলানোর সাবক্ষণিক নির্দেশনায় এ স্কুলটি বর্তমানে সাতক্ষীরা জেলার অন্যান্য স্কুলের সাথে স্বগৌরবে মাথা উচু করে চলছে।