RISHILPI CENTRE SCHOOL Governing Body Important Links Digital Content Digital Class 13-12-2017
ঋশিল্পী সেন্টার স্কুলের পক্ষ্য থেকে আপনাকে স্বাগতম
প্রতিষ্ঠান কাল : ১৯৯৪ সাল
সংক্ষিপ্ত বর্ণনা: ঋশিল্পী শিক্ষা বিভাগের কাজ শুরু হয় ১৯৯৪ সালে নার্সারী ক্লাসের মাধ্যমে যা ঋশিল্পী সেন্টার স্কুল নামে পরিচিতি। খুদে শিশুদের নিয়ে প্রতিষ্ঠানটিতে বর্তমানে সাড়ে চার শতাধিক এর বেশি ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। ঋশিল্পী সেন্টার স্কুল সবচেয়ে গরীব পরিবারে ছাত্র-ছাত্রীদের শিক্ষার জন্য প্রথমে কিন্ডারগার্টেন তারপর প্রাইমারী এবং বর্তমানে হাইস্কুলে উন্নীত হয়েছে। প্রতিষ্ঠানটি প্রথম স্বীকৃতি পায় ০১/০১/২০০৬ অষ্টম শ্রেণি এবং ০১/০১/২০১২ ইং তারিখে নবম ও দশম শ্রেণিতে পাঠদানের অনুমতি পায়। ইতিহাস: আজ থেকে ৩৬ বছর আগে দুই ইতালিয়ান নাগরিক ভিনসেনজো ফালকোনে (এনসো) ও গ্রাজিয়েলা মেলানো (লাওরা) বাংলাদেশে আসেন হত দরিদ্র মানুষের সেবার উদ্দেশ্যে। সমাজের সবচেয়ে বেশি অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির সেবায় নিজেদের নিয়োজিত করেন। ঋষি-যার অস্পৃশ্য হিসাবে সমাজে অভিহিত, যারা দরিদ্র পরিবারের সদস্য, যাদের বিপদে কেউ এগিয়ে আসে না, এনসো ও লাওরা ১৯৭৭ সালে তাদের সাহায্যে পাশে দাঁড়ান। সে লক্ষে প্রতিষ্ঠা করলো ঋশিল্পী। এই নামটি রাখা হলো ঋষি শব্দের ‘ঋ’ আর ‘শিল্পী’ শব্দের যৌথ সংমিশ্রণে। ঋশিল্পী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে থাকে। তাই প্রত্যন্ত গ্রামে হত-দরিদ্র ও সবচেয়ে বঞ্চিত পরিবার থেকে ছাত্র-ছাত্রীরা ঋশিল্পী শিক্ষা সহায়তায় আসে। ঋশিল্পী বিশ্বাস করে যে, দারিদ্রতার ফাঁদ থেকে গ্রাম অঞ্চলের মানুষদের রক্ষা করতে হলে শিক্ষার বিকল্প আর কিছুই নেই। গ্রাম অঞ্চলের মানুষ শিক্ষিত হলে দারিদ্র বিমোচন সহজ হবে।
|